আপনি যদি আপনার হাতে থাকা ডিভাইসটি অন্যদের সাথে শেয়ার করে ব্যবহার করেন তাহলে সার্চ হিস্ট্রি যে কতটা বিরক্তির তা আমাকে নতুন করে বলতে হবে না। নিশ্চয়ই জানেন। কারণ অনলাইন প্লাটফর্মে বিচরণ করতে গেলে ইচ্ছায় অনিচ্ছায় অনেক ব্যাপার আমারা সার্চ করে থাকি। কিন্তু রোবটিক্স এবং এআই (Artificial Intelligence) আমাদের একটিভিটিজগুলো রেকর্ড করে রাখে এবং কুকিজ গ্রহণ করে। পরবর্তীতে তা ভাল হোক বা খারাপ হোক সমজাতীয় বিষয়গুলোক্র রিকমেন্ড করে। তাই আপনি হয়তো চাচ্ছেন এই ব্যাপারটা যেন না ঘটে। তাহলে আপনাকে জানতে হবে ফেইসবুকের সার্চ হিস্ট্রি কোথায় থাকে এবং কীভাবে ডিলেট করতে হয়। তো আজকের লেখাটা আপনার জন্য। আজকে আমরা জানব কীভাবে ফেইসবুক থেকে যেকোন সার্চ হিস্ট্রি ডিলেট করে আমাদের ব্রাউজিং কে নিরাপদ রাখা যায়।
ফেইসবুক সার্চ হিস্ট্রি ডিলেট করার ৪টি উপায় |
১/ ম্যানুয়ালি ক্রস করে
সার্চ রেকর্ড ক্লেয়ার করার প্রথম ধাপ হলো ম্যানুয়ালি ক্রস করে দেওয়া। এইজন্য আপনি আপনার ব্রাউজারে ফেইসবুক ওপেন করে বাম পাশে কর্নারে থাকা সার্চবারে ক্লিক করলেই দেখতে পাবেন রিসেন্ট আপনি কি কি সার্চ করেছেন তার একটি লিস্ট দেখাচ্ছে। এই লিস্টের ডানপাশে ক্রস চিহ্নে ক্লিক করলেই তা ডিলেট হয়ে যাবে। একটা একটা করে করতে না চাইলে সী অল(Sea all) এ ক্লিক করে ক্লেয়ার অল(clear all) এ ক্লিক করলেই সব সার্চ হিস্ট্রি মুছে যাবে।
প্রক্রিয়াটি আপনার ফোনেও করতে পারেন। ফেইসবুক অ্যাপ ওপেন করে স্টেপ বাই স্টেপ ফলো করুন।
২/ অ্যাক্টিভিটি লগ এডিট করে
এটি আপনি খুব সহজেই করতে পারেন। সার্চবারের সেটিংস থেকে এটি করা যায়।
১। প্রথমে স্মার্টফোনে ফেসবুক অ্যাপ খুলতে হবে।
২। এরপর ক্লিক করতে হবে ‘সার্চ’ অপশনে। এটা স্ক্রিনের উপরের দিকে রয়েছে।
৩। সার্চ খোলার পর ‘এডিট’ অপশনে ক্লিক করতে হবে। এটা রিসেন্ট সার্চ হিস্টরির কাছেই পাওয়া যাবে।
৪। এরপরেই খুলে যাবে অ্যাকটিভিটি লগ। সেখানে ক্লিয়ার সার্চ অপশনে ক্লিক করলেই যাবতীয় ফেসবুক হিস্টরি মুছে যাবে।
৩/ ভিডিও ওয়াচ ডিলেট করে
- প্রথমে ফেসবুক লগ-ইন করুন।
- তারপর Activity Log এ যান।
- এখন More এ ক্লিক করুন।
- অতঃপর Videos Watched এ ক্লিক করলে দেখবেন আপনার দেখা পূর্বের ভিডিওগুলোর যে ভিডিওগুলোর তালিকা চলে আসবে।
- এখন ক্লেয়ার ভিডিও ওয়াচ হিসটরি তে ক্লিক করে আবার Clear Video Watch History তে ক্লিক করলেই Video Watch History Delete হয়ে যাবে।
- আর যদি নির্দিষ্ট কোন ভিডিও হিস্টিরি মুছে ফেলতে চান, তাহলে ওই ভিডিওটির ডানপাশে কার্সর নিলে Edit অপশন আসবে। সেখানে ক্লিক করে ডিলিট করে দেয়া যাবে নির্দিষ্ট ভিডিওটি।
৪/ প্রোফাইল অ্যাক্টিভিটি লগ থেকে
অ্যাক্টিভিটি লগে আপনি আপনার ব্রাউজিং এর যাবতীয় ব্যাপার চেক করতে পারেন। আপনি কোন ভিডিও দেখেছেন, কী সার্চ করেছেন, কোন গ্রুপে বা পেইজে কী লাইক কমেন্ট করছেন, পোস্ট শেয়ার, সেভিংস, লগইন লগআউট এর তথ্যসহ আপনি কোন কোন ডিভাইস থেকে এক্সেস নিয়েছেন, কোন কোন ডিভাইসকে এক্সেস পার্মিশন দিয়েছেন এসবের বিস্তারিত পেয়ে যাবেন অ্যাক্টিভিটি লগ থেকে। এখান থেকে চাইলে এক এক করে মুছ্র ফেলতে পারেন চাইলে একসাথে সব ডিলেট করে দিতে পারেন এজন্য-
১/ । প্রথমে আপনার হাতে থাকা স্মার্টফোনে ফেসবুক অ্যাপ খুলতে হবে।
২। এরপর ক্লিক করতে হবে ‘সার্চ’ অপশনে। এটা স্ক্রিনের উপরের দিকে রয়েছে।
৩। সার্চ খোলার পর ‘এডিট’ অপশনে ক্লিক করতে হবে। এটা রিসেন্ট সার্চ হিস্টরির কাছেই পাওয়া যাবে।
৪। এরপরেই খুলে যাবে অ্যাকটিভিটি লগ। সেখানে ক্লিয়ার সার্চ অপশনে ক্লিক করলেই যাবতীয় ফেসবুক হিস্টরি মুছে যাবে।
৫/ যাঁরা ফেসবুক অ্যাপের বদলে ওয়েব ব্রাউজারের মাধ্যমে ফেসবুক ব্যবহার করেন, তাঁদের ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট Facebook.com-এ যেতে হবে।
৬/ এবার উপরের ডান দিকের কোণে থাকা ড্রপ ডাউনে ক্লিক করতে হবে।
৭/ এরপর যেতে হবে Privacy and securities অপশনে। এরপর অ্যাকটিভিটি লগে ক্লিক করতে হবে।
৮/ তাহলেই সামনে আসবে ‘লগড অ্যাকশনস অ্যান্ড আদার অ্যাকটিভিটি’ অপশন। তাতে ক্লিক করতে হবে।
৯/ এখানে ব্যবহারকারী সার্চ হিস্টরি অপশন দেখতে পাবেন। এরপর সেখান থেকে ক্লিয়ার সার্চে ক্লিক করে সার্চ হিস্টরি ক্লিয়ার করা যাবে।
উপরের যেকোনো একটি পন্থায় সার্চ রেকর্ড ক্লেয়ার করে আপনি আপনার ফেইসবুক ব্রাউজিংকে নিরাপিদ রাখতে পারেন।
ধন্যবাদ।।