ছাত্র জীবনে আমরা অনেকেই পড়াশোনার পাশাপাশি আয় করতে চাই। কিন্তু সঠিক গাইডলাইন না থাকার কারনে সেই স্বপ্ন অনেকেরই সত্যি হয়ে ওঠে না। মুলত এ কারণেই আমরা অনলাইনে আয় করতে পারি না অথবা অনলাইনে আয় করার নামে প্রতারিত হয়ে থাকি। তাই আজ আমি ছাত্রদের জন্য অনলাইনে আয় করার ৭ টি উপায় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। এর ফলে আপনি সঠিক উপায় ব্যবহার করে অনলাইনে আয় করতে পারবেন। তো চলুন দেরী না করে শুরু করি।
১. ইউটিউব থেকে আয় করার উপায়
বর্তমানে বিশ্বের সবথেকে বড় ভিডিও শেয়ারিং প্লাটফর্ম হলো ইউটিউব। ইউটিউবে প্রচুর ভিডিও আপলোড হয়। তবে এসব ভিডিও বিভিন্ন স্থান থাকে আমার আপনার মতো মানুষ তৈরি করে। এই ভিডিও তারা কখনোই ফ্রি ফ্রি আপলোড দেয় না। এর জন্য তারা গুগল থেকে টাকা পায়। তবে ইউটিউবে ভিডিও আপলোড করলেই আয় করতে পারবেন ব্যাপারটা এমন না। ইউটিউবে ভিডিও আপলোড করার মাধ্যমে আয় করতে হলে প্রথমত চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। দ্বিতীয়ত ইউটিউবে আপলোড করা ভিডিও গুলো মনিটাইজেশন পলিসি মানতে হবে এবং অবশ্যই কপিরাইট মুক্ত হতে হবে। এই বিষয় গুলো মানতে পারলে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন। মনিটাইজেশন পাওয়ার পর গুগল আপনার ভিডিওতে বিজ্ঞাপন দেখাবে এবং সেখান থেকে আপনার আয় হবে। আপনার যদি ক্রিয়েটিভিটি থাকে, তাহলে ইন্ডোর কিংবা আউটডোর কিংবা উভয় প্রকারেই কাজ করতে পারেন। এভাবেই আপনি ইউটিউব থেকে আয় করতে পারবেন।
ইউটিউবিং এর জন্য যা জানা জরুরি
- আপনার দক্ষতা নিয়ে ভাবতে হবে। যে বিষয়ে আপনার দক্ষতা ভাল এরকম বিষয় নিয়ে কাজ করুন।
- আপনাকে অবশ্যই কোয়ালিটির ব্যাপারটা মাথায় রাখতে হবে। মনে রাখতে হবে যত দিন যাচ্ছে কম্পিটিশন বাড়ছে। তাই নিজের অবস্থান তৈরি করার জন্য কোয়ালিটির কোন বিকল্প নেই।
- ভিডিও এডিটিং জানতে হবে। এজন্য বিভিন্ন সফটওয়্যার -এর সাহায্য নিতে পারেন।
- ক্যামেরা, স্ট্যান্ড, মাইক্রোফোন এ জাতীয় কিছু এক্সেসরিজ সংগ্রহ করতে হবে।
- চ্যানেলের র্যাংক ধরে রাখার জন্য নিয়মিত কাজ করে যেতে হবে।
- ধৈর্য ধরে লেগে থাকতে হবে। আজ চ্যানেল খুলে আগামীকালই পয়সা ইনকামের ধান্দা বা দুইদিন পর হাল ছেড়ে দিলে শ্রম ও সময় দুটি বৃথা।
২. ব্লগিং করে আয় করার উপায়
বর্তমানে অনলাইন আয় করার একটি জনপ্রিয় উপায় হলো ব্লগিং। অনেকে নিজের জ্ঞান লেখনীর মাধ্যমে ওয়েবসাইট তৈরী করে শেয়ার করে। একে ব্লগিং বলে। বর্তমানে ব্লগিং করে বিভিন্ন ভাবে আয় করা যায়। বিশেষ করে আপনি যদি ভালো রাইটার হন তাহলে ব্লগিং করে টাকা আয় করতে পারবেন। বর্তমানে গুগল এডসেন্সের মাধ্যমে সাধারণত মানুষ ব্লগিং এর মাধ্যমে আয় করে। গুগল এডসেন্স ইউটিউবের মতোই বিজ্ঞাপন দেখায় তবে সেটি ওয়েবসাইটে। তবে ইউটিউবের মতো ব্লগে এডসেন্স পেতে হলে নির্দিষ্ট নিয়ম অনুসরন করতে হয় না। আপনার কন্টেন্টের মান ভালো হলে আপনি যদি আবেদন করেন তাহলে এডসেন্স পেতে পারেন। এডসেন্স পাওয়ার পর গুগল আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখাবে এবং সেই বিজ্ঞাপন থেকে আয় করতে পারবেন। এক্ষেত্রে ওয়েবসাইটে প্রচুর ভিজিটর থাকতে হবে। তাছাড়া স্পন্সর, আফিলিয়েট মার্কেটিং, রেফারেল ইত্যাদি করেও ব্লগ থেকে আয় করতে পারবেন।
ব্লগিং থেকে আয় করতে হলে যা জানতে হবে
- ধৈর্য ধরে সময় দিতে হবে। প্রথম দিকে অনেক সময় দিতে হতে পারে।
- প্রচুর পড়তে হবে, গবেষণা করতে হবে আর এনালাইসিস পাওয়ার থাকতে হবে।
- লেখা তথ্যবহুল ও শিক্ষণীয় হতে হবে।
- লেখার ভাষা শ্রুতিমধুর এবং মাধুর্য হতে হবে। তাই ভাষাজ্ঞান থাকা জরুরি।
- লেখা যুগোপযোগী থাকতে হবে।
৩. ডিজিটাল মার্কেটিং করে আয় করার উপায়
বর্তমানে মার্কেটিং করার ডিজিটাল সংস্করণকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। অনেক কোম্পানি আছে যারা তাদের মার্কেটিং ভালোভাবে করার জন্য ডিজিটাল মার্কেটার খোঁজেন। আপনি যদি ভালো ডিজিটাল মার্কেটিং করতে পারেন তাহলে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে অনলাইনে আয় করতে পারবেন। বর্তমানে প্রায় সকল কোম্পানি মার্কেটিং এর পেছনে তাদের অধিকাংশ টাকা খরচ করে। মুলত এ কারণেই ডিজিটাল মার্কেটারদের অনেক চাহিদা। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত প্রচুর কাজ আপনি পেয়ে যেতে পারেন। তবে ডিজিটাল মার্কেটিং সেক্টরে কম্পিটিশন একটু বেশি। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে। বিখ্যাত ফ্রিলান্সিং মার্কেট প্লেসের মধ্যে অন্যতম হচ্ছে-
১/ upwork inc.
২/ fiverr
৩/ peopleperhour
৪/ toptal ইত্যাদি।
ডিজিটাল মার্কেটিং করতে কী জানতে হয়
- যেহেতু দেশি-বিদেশি বায়ারের সাথে কাজ করতে হবে তাই দিন-রাত কাজ করার মানুসিকতা থাকতে হবে।
- কাজের প্রতি ডেডিকেটেড হতে হবে।
- নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হবে।
- সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে আপডেট রাখতে হবে।
- সারা দুনিয়ার ফ্রিল্যান্সারদের সাথে ফাইট করার মন-মানুসিকতা থাকতে হবে।
- মোটামুটি ভাল ইংরেজি জানতে হতে পারে।
৪. ওয়েবসাইট তৈরী করে আয় করার উপায়
আপনি কি ভালো ওয়েবসাইট তৈরী করতে পারেন? তাহলে ওয়েবসাইট তৈরী করে আপনি অনলাইনে আয় করতে পারবেন। বর্তমানে অনেকে ওয়েবসাইট তৈরী করে আয় করছে। তবে একটি ভালো মানের ওয়েবসাইটের তৈরী করতে হলে প্রচুর জ্ঞান থাকা প্রয়োজন। আপনি গ্রাহকের ওয়েবসাইট তৈরী করে দিয়ে আয় করতে পারবেন। ওয়েবসাইট তৈরী করার জন্য আপনি বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন। তবে বর্তমানে কোডিং ছাড়াই ওয়ার্ডপ্রেস, ব্লগার ইত্যাদি প্লাটফর্মের সাহায্যে ওয়েবসাইট তৈরী করতে পারবেন। তবে এক্ষেত্রেও আপনাকে ব্লগার বা ওয়ার্ডপ্রেস এক্সপার্ট হওয়া প্রয়োজন যদি আপনি ভালোমানের ওয়েবসাইট তৈরী করতে চান। আবার আপনি চাইলে ওয়ার্ডপ্রেসের কাজ শিখেও আয় করতে পারবেন।
ওয়েবসাইট বানাতে না জানলেই নয়
১/ বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন এইচটিএমএল, জাভা, সি, সি+, পাইথন ইত্যাদির যেকোন একটি জানতে হবে।
২/ গুগল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) সিম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে।
৩/ ডোমেইন হোস্টিং সম্পর্কে আইডিয়া থাকতে হবে।
৪/ ওয়েবসাইট মেইন্টেনেন্স, মনিটরিং প্যানেল এবং নিরাপত্তার ব্যাপারে দক্ষ হতে হবে।
৫/ ডিজাইন ও থিম ডেভেলপমেন্ট এ এক্সপার্ট হওয়া জরুরি।
৫. আর্টিকেল লিখে আয় করার উপায়
আপনি কি লেখালেখি করতে ভালোবাসেন? তাহলে লেখালেখি করেই আপনি অনলাইনে আয় করতে পারবেন। বর্তমানে একজন ভালো আর্টিকেল রাইটারের চাহিদা অনেক বেশী। বিশেষ করে ফ্রিল্যান্সিং সেক্টরে। তাছাড়া আপনি যদি ভালো আর্টিকেল লিখতে পারেন তাহলে অনলাইন পত্রিকাতেও আর্টিকেল লেখার সুযোগ পেতে পারেন। আবার আপনি নিজের ওয়েবসাইটে আর্টিকেল লিখে গুগল এডসেন্সের মাধ্যমে বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে পারেন। তবে আর্টিকেল রাইটারদের চাহিদা থাকাই বর্তমানে এই সেক্টরে কম্পিটিশন বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই কীওয়ার্ড রিসার্চ করে যুগোপযোগী বিষয়ে মানসম্মত লেখা সরবারহ করতে হবে। তাই ধৈর্য ও পরিশ্রম করার মানুসিকতা থাকতে হবে। অন্যথায় হতাশ হতে পারেন।
আর্টিকেল লেখার আগে কি কি দক্ষতা দরকার
১/ উপরের ব্লগিং অংশ দেখার জন্য অনুরোধ করা গেল।
৬. গ্রাফিক্স ডিজাইন করে আয়ের সম্ভাবনা
বর্তমানে জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজ গুলোর মধ্যে গ্রাফিক্স ডিজাইন একটি। থাম্বনেইল ইডিটিং, ভিডিও ইডিটিং, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন ইত্যাদি গ্রাফিক্স ডিজাইনের মধ্যে অন্তর্ভুক্ত। বর্তমানে একজন ভালো গ্রাফিক্স ডিজাইনারের অনেক চাহিদা রয়েছে। আপনি যদি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস নিয়ে রিসার্চ করেন তাহলে দেখতে পারবেন গ্রাফিক্স ডিজাইন নিয়ে সেখানে প্রচুর কাজ আছে। তবে বর্তমান পরিস্থিতিতে গ্রাফিক্স ডিজাইনের কাজ পাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে উঠেছে। তাই আপনাকে অবশ্যই একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনার হতে হবে। এক্ষেত্রে একটি ভালো মানের গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত কোর্স করতে পারেন।
গ্রাফিক ডিজাইনের প্রাথমিক জ্ঞান
- যেহেতু ওপেন মার্কেটপ্লেসে কাজ করতে হবে তাই দক্ষতা ও যোগ্যতার পাশাপাশি অনেক প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে।
- উপরের ডিজিটাল মার্কেটিং অংশ আবার খেয়াল করুন।
৭. ইনফ্লুয়েন্সার হয়ে আয় করার উপায়
যারা খুব দ্রুত কোনো সোশ্যাল প্লাটফর্মে ভাইরাল হয় তাদেরকে ইনফ্লুয়েন্সার বলে। বর্তমানে ইনফ্লুয়েন্সার হয়ে বিভিন্ন ভাবে আয় করা সম্ভব। প্রথমত আপনি ইউটিউবে ভিডিও আপলোড করার মাধ্যমে আয় করতে পারবেন। যদি আপনার ভিডিও প্রচুর মানুষ দেখে তাহলে ইউটিউব থেকে অনেক টাকা আয় করতে পারবেন। আবার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক ইত্যাদি স্থানে থেকেও প্রচুর টাকা আয় করা যায়। বর্তমানে অনেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হচ্ছে। কারন সোশ্যাল মিডিয়াতে খুব তাড়াতাড়ি ভাইরাল হওয়া সম্ভব। তাছাড়া আপনি আফিলিয়েট মার্কেটিং, স্পন্সর ইত্যাদির মাধ্যমেও ইনফ্লুয়েন্সার হয়ে আয় করতে পারবেন। আপনার যদি আকর্ষণীয় দিক থাকে যেমন গান গাইতে পারা, ছবি আঁকতে পারা, কৌতুক করা ইত্যাদি তাহলে সেই দক্ষতা গুলো ব্যবহার করে খুব সহজেই ইনফ্লুয়েন্সার হওয়া যায়।
ইনফ্লুয়েন্সার হতে হলে যে বিষয়গুলো খেয়াল করতে হবে-
- সুন্দর-সাবলীল বাচনভঙ্গি থাকতে হবে।
- মানুষকে সহজেই কম্প্রোমাইজ করার ক্ষমতা থাকতে হবে।
- পাব্লিক ডিমান্ডের প্রতি জোড়ালো নজর দিতে হবে।
- নিজেকে খুব বেশি আপডেট রাখতে হবে।
- ইনফ্লুয়েন্সিং পাওয়ার থাকা বাঞ্চনীয়।
সর্বোপরি যে কথা না বললেই নয়। অনলাইনে আয় করতে হলে মেধা আর যোগ্যতার প্রমাণ দিতে হয়। পাশাপাশি প্রয়োজন হয় সীমাহীন ধৈর্যের। এসব বিষয় মাথায় রেখে নিরন্তর কাজ করে যেতে পারলে সফলতা ধরা দিতে বাধ্য।