##রেজিস্ট্রেশন করবেন যেভাবে-
১। প্রথমেই আপনার হাতে থাকা ডিভাইস থেকে এই ঠিকানায় https://eticket.railway.gov.bd/ ক্লিক করুন অথবা ব্রাউজ করুন।
২/ নিচের দিকে কোণায় Registration’ লেখাটিতে ক্লিক করুন। Registration শুধুমাত্র একবার করতে হবে।
৩/ এবার creat an account এ যান।
৪/ এই উইন্ডোতে আপনার Personal Information’ এর বিস্তারিত এবং এক্টিভ ই-মেইল এড্রেস দিন। এবং নিচের বক্সে দেওয়া নিরাপত্তা কোডটি সঠিকভাবে পূরন করে Register/ sign up লেখাটিতে ক্লিক করুন।
৫/ সব তথ্য সঠিক থাকলে ‘Registration Successful’ নামে নতুন একটি পেজ আসবে। এরই সাথে সাথে আপনার দেওয়া ইমেইল এ বাংলাদেশ রেলওয়ে থেকে একটি ইমেইল পাঠানো হবে। আপনার দায়ীত্ব ইমেইলটি ওপেন করে ওখানে লেখা ক্লিক অপ্সহনে ক্লিক করা অথবা আপনার ফোনে পাঠানো কোডটি নিশ্চিত করা। ব্যাস আপানার ভ্যারিপাই করা শেষ। এবার টিকেট কেনার পালা।
##টিকেট কিনবেন যেভাবে-
১/প্রথমেই https://eticket.railway.gov.bd/ এই ঠিকানায় প্রবেশ করুন।
২/ এবার login প্যানেল থেকে ইমেইল( যেটি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন), পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড দিয়ে login করুন।
৩। লগইন করার পর Purchase ticket অপশন আসবে।
৪/ সতর্কতার সাথে কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাবেন, ট্রেনের নাম, ভ্রমণের তারিখ, শ্রেণি (শোভন, এসি চেয়ার ও কেবিন) ও টিকিট সংখ্যা জানিয়ে ফাঁকা ঘরগুলো পূরণ করুন।
৫/ এবার বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আপনাকে রেজিস্ট্রেশন করা সিটের বিপরীতে কোন আসন খালি মানে available কি না জানিয়ে দেওয়া হবে। একই সাথে টিকিটের ভাড়াও জানিয়ে দেওয়া হবে। কেবল Registration Seat Available’ দেখালেই আপনি টিকিট কিনতে পারবেন।
৬/ এই পর্যায়ে Purchase ticket” বাটনে ক্লিক করুন।
৭/ ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড কিংবা ব্রাক ব্যাংকের একাউন্ট-এর মাধ্যমে আপনি টাকা পরিশোধ করতে পারেন। এই জন্য পেমেন্ট অপশনে গিয়ে আপনার সুবিধামত একাউন্ট নাম্বার পিন নাম্বার দিলে সয়ংক্রিয়ভাবে আপানার একাউন্ট থেকে টিকিটের সম্পরিমাণ টাকা কেটে নেওয়া হবে। এবং তাৎক্ষনিকভাবে আপনার প্রদত্ত ইমেইলে টিকিট পাঠিয়ে দেওয়া হবে।
৮/ সর্বশেষ আপনার কাজ হলো ভ্রমণের পূর্বেই ইমেইলে প্রাপ্ত টিকিটটি দেখিয়ে নির্ধারিত কাউন্টার থেকে ছাপানো টিকিট বুঝে নেওয়া। মনে রাখবেন, আপনার ভোটার আইডি কার্ডটি সঙ্গে নিতে ভুল করবেন না।
আপনার যাত্রা শুভ হোক। এসোজানির সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ...