কেন করবেন
মোবাইলে এডাল্ট
ওয়েবসাইট/ সেক্স ভিড়িও সাইট/ পর্ণ সাইট অফ করুন মাত্র এক মিনিটে। বর্তমানে মোবাইল ছাড়া
কোন ঘর খোঁজে পাওয়া মুশকিল। গেইমিং, কার্টুন, ফেইসবুক, ইউটিউব, জুম কিংবা অনলাইন ক্লাস
ইত্যাদি নানা অজুহাতে মোবাইল এখন প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক সকলের হাতে জায়গা করে
নিয়েছে। ইমু, মেসেঞ্জার, হোয়াটসআপ এবং ভাইবার এর মত নানাসামাজিক মাধ্যম গুলোও কোন অংশে
কম ভূমিকা রাখছে না। এদিক সেদিক ক্লিক করতেই মনের অজান্তেই বিভিন্ন পর্ণ সাইট চালু
হয়ে যাচ্ছে। যা ছোট বড় সবাইকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছে। যা বাচ্ছাদের
মানুষিক সুশঠু বিকাশের জন্য মারাত্নক ভয়ানক। ধর্মীয় বিধি-নিষেধের কথা নাই বা বললাম।
এই বিব্রতকর পরিস্থিতি থেকে বাচঁতে একটি শক্তিশালী ইচ্ছার পাশা-পাশি ছোট একটা সেটিংস
চালু করে নিতে পারেন। এই সেটিংস চালু করা থাকলে আপনার মোবাইলে কখনোই আজেবাজে ওয়েবসাইট
চালু হবে না। অটোমেটিক পর্ণসাইট বন্ধ বা ব্লক হয়ে যাবে। কেউ সার্চ করলেও আর বাজে সাইট
খুঁজে পাবে না। আপনার ঘরের মোবাইল গুলোতে চালু করে রাখুন এই একটি সেটিংস। কিছুটা হলেও
নিশ্চিত থাকা যাবে। নিজে জানার পাশা পাশি অন্যদেরও জানিয়ে দিন। আগামী প্রজন্মকে সুস্থ
মস্তিস্ক নিয়ে বেড়ে উঠতে সহায়তা করুন।
কীভাবে করবেন
চলুন জেনে
নেওয়া যাক কীভাবে ফোনের সেটিংস থেকে সব ধরনের নগ্ন সাইট বন্ধ করা যায়। যে সেটিংস চালু
করলে গুগল সার্চ করেও কোন পর্ণ সাইট খুঁজে পাওয়া যাবে না। এই জন্য শুরুতে আপনাকে আপনার
ফোনের Wireless connection এ যেতে হবে। সেখানে
যাওয়ার পর Private DNS অপশনটিতে যান। উল্লেখ্য কোন কোন ফোনে Private DNS অপশনটি অন্য
জায়গায়ও থাকতে পারে। মোট কথা যেখানেই থাকুক আপনাকে Private DNS অপশনটিতে যেতে হবে।
পর্ণ সাইট অফ করার জন্য এই Private DNS অপশনটি প্রয়োজন। তাই আপনার ফোনের সেটিংস থেকে
এই Private DNS অপশনটি খুঁজে বের করুন। Private DNS অপশনটিতে ক্লিক করলে তিনটি অপ্সহন
পাবেন। এর মধ্যে যেটিতে ক্লিক করলে এডিট করা যায় সেটিতে ক্লিক করুন। এবং খালি বক্সটিতে
লেখুন adult-filter-dns.cleanbrowsing.org অতঃপর সেইভ
এ ক্লকিক করে সেইভ করে দিন । আপনার কাজ শেষ। এইটুকু কাজ করলেই সকল পর্ণ সাইট আপনার
ফোন থেকে বন্ধ হয়ে যাবে। কোন রকম পর্ণসাইট আর আপনার ফোন থেকে খুঁজে পাওয়া যাবে না।
নিচে একটি ফোনের ডেমু দেওয়া হলো এখানে Xiami A3 (শাওমি এ৩) ব্যাবহার করা হয়েছে।
১/ প্রথমেই আপনার ফোনের সেটিংস এ যান। এবং Network & Internet অপশনে ক্লিক করুন।
৫/ খালি ঘরে লিখুন adult-filter-dns.cleanbrowsing.org এবং সেইভ করুন
বন্ধ করলে ডাটা কাজ করে না
উত্তরমুছুন