আমারা কোরবানি দেই মহান আল্লাহ এর সন্তুষ্টির জন্য গোশত খাই বোনাস হিসেবে। এটা মাহান আল্লাহ এর বিশেষ মেহেরবানী। যেহেতো কোরবানি করা পশুর রক্ত-মাংস এর কোনটাই আল্লাহ এর কাছে পৌছায়না, বরং পৌছায় মানুসের নিওয়ত বা ইচ্ছা(আল-হাদিস)। আবার নিশ্চয়ই আল্লাহ মানুসের মনের তথা অন্তরের খিবর রাখেন(আল-কোরাআন)। আমারা কোরবানির মাধ্যমে আমাদের অন্তরের পশুত্ত্বকে ধংস করতে চাই। চাই মহান আল্লাহ এর রাজি খুশি ও নৈকট্য। আমরা আল্লাহর নিকট নিজেদেরকে সপে দেই হযরত মোহাম্মাদ (সাঃ) এর দেখানো পন্থায় হযরত ইব্রাহীম (আঃ) সুন্নত অনুসারে।
আজ আমরা জানব কোরবানির পশু নিয়ে কোরাআন- হাদিসের গুরুত্ত্বপূর্ণ মাসাআলা। কোন পশু কোরবানি করা যাবে, কোন পশু কোরবানি করা যাবে না। এ ব্যাপারে ইসলাম কি বলে-
যে পশু কোরবানী দেওয়া যাবে না
১। কোরবানী পশু হৃষ্টপুষ্ট দেখতে সুন্দর হওয়া উত্তম।-মুসনাদে আহমদ ৬/১৩৬, আলমগীরী ৫/৩০০, বাদায়েউস সানায়ে ৪/২২৩
২। খোড়া পশুর কোরবানি হবে না। কোন পশু যই পশু তিন পায়ে চলে, অন্য পা মাটিতে ফেলতে পারে না বা ভর করতে পারে না এমন পশুর কোরবানী জায়েয হবে না। -জামে তিরমিযী ১/২৭৫, সুনানে আবু দাউদ ৩৮৭, বাদায়েউস সানায়ে ৪/২১৪, রদ্দুল মুহতার ৬/৩২৩, আলমগীরী ৫/২৯৭
৩। রুগ্ন ও দুর্বল পশুর কোরবানি দিলে কোরবানি কবুল হবে না। পশু যদি এমন হয় যে, শুকনো দুর্বল, কোরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না তবে তা দ্বারা কুরবানী করা জায়েয নয়। -জামে তিরমিযী ১/২৭৫, আলমগীরী ৫/২৯৭, বাদায়েউস সানায়ে ৪/২১৪
৪। দাঁত নেই এমন পশুর কোরবানি করা ঠিক না। যে অল্পবয়স্ক পশুর একটি দাঁতও নেই বা কোন কারণে এত বেশি দাঁত পড়ে গেছে যে, ঘাস বা খাদ্য চিবিয়ে খেতে পারে না এমন পশুর কোরবানি হবে না। -বাদায়েউস সানায়ে ৪/২১৫, আলমগীরী ৫/২৯৮
৫। শিং ভাঙ্গা বা ফাটা পশুর কোরবানি হবে না। যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙ্গে গেছে বা উঠে গেছে যার জন্য পশুর মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে সে পশুর কোরবানি জায়েয নয়। আবার যদি এমন হয় যে, পশুর অর্ধেক শিং বা কিছু অংশ ফেটে বা ভেঙ্গে গেছে কিন্তু একেবারে সম্পূর্ণ উঠেযায় নি সে পশু কোরবানি করা জায়েয। -জামে তিরমিযী ১/২৭৬, সুনানে আবু দাউদ ৩৮৮, বাদায়েউস সানায়ে ৪/২১৬
কোরবানির জন্য একটি গরুকে প্রস্তুত করা হচ্ছে |
৬। কান বা লেজ কাটা পশু কোরবানী হবে না। যদি কোন পশুর লেজ বা কান অর্ধেক বা তারও বেশি কাটা থাকে তবে সে পশুর কোরবানী জায়েয নয়। কিন্তু যদি অর্ধেকের বেশি কাটা না থাকে তাহলে তার কোরবানী জায়েয। তবে জন্মগতভাবেই যদি এমন হয় তাহলে অসুবিধা নেই। -জামে তিরমিযী ১/২৭৫, মুসনাদে আহমদ ১/৬১০, ইলাউস সুনান ১৭/২৩৮
৭। অন্ধ পশুর কোরবানী হবে না। যদি কোন পশুর উভয় চোখই অন্ধ অথবা এক চোখ পুরোপুরি ব্লাইন্ড সে পশু দিয়ে কোরবানী করা জায়েয না। -জামে তিরমিযী ১/২৭৫, বাদায়েউস সানায়ে ৪/২১৪।
৮। হারানো পশু ফিরে পেলে উভয়টি কোরবানী করতে হবে। কোরবানীর পশু হারিয়ে যাওয়ার পরে যদি আরেকটি কেনা হয় এবং পরে হারানোটিও পাওয়া যায় তাহলে কোরবানী দাতা দরিদ্র হলে (যার উপর কোরবানী ওয়াজিব ছিল না) উভয় পশুই কোরবানী করা ওয়াজিব। আর কোরবানিদাতা ধনী হলে কোনো একটি পশু কোরবানী করলেই কোরবানী আদায় হয়ে যাবে। তবে উভয়টি করাই উত্তম। -সুনানে বায়হাকী ৫/২৪৪, ইলাউস সুনান ১৭/২৮০।
১০। ত্রুটিপূর্ণ পশু কোরবানি করা যাবে না। কোরবানির নিয়ত করে ভালো পশু কেনার পর যদি তাতে দোষ ত্রুটি ধরা পরে যে কারণে কোরবানি জায়েয হয় না তাহলে ঐপশুর কোরবানি শুদ্ধ হবে না। এর পরিবর্তে নতুন আরেকটি পশু কোরবানি করতে হবে। কিন্তু কোরবানি দাতা গরীব হলে ঐ পশু দ্বারাই কোরবানি করতে পারবে। -খুলাসাতুল ফাতাওয়া ৪/৩১৯, বাদায়েউস সানায়ে ৪/২১৬,
১১। পশুর বয়সের ব্যাপারে বিক্রেতার কথাকেই গুরুত্ত্ব দিতে হবে। যদি পশুর মালিক কোরবানিr পশুর বয়স পূর্ণ হয়েছে বলে অঙ্গীকার করে আর পশু দেখেও তাই মনে হয় তাহলে বিক্রেতার কথার উপর নির্ভর করে পশু কেনা এবং তা দ্বারা কোরবানি করা যাবে। -আহকামে ঈদুল আযহা, মুফতী মুহাম্মাদ শফী রহ. ৫
১২।পশু বন্ধ্যা হলে কুরবানী জায়েয। -রদ্দুল মুহতার ৬/৩২৫
আরো পড়ুন-
কোরবানির সুন্নত তরিকা | শুরু থেকে শেষ
কোরবানির পশুর গোশত ও চামড়ার বিধান
বিয়ের সুন্নত তরিকা, শুরু থেকে শেষ | সবার জানা জরুরি
qurbnai
2021, qurbani in quran, is qurbani farz, benefits of qurbani in islam,
rules of qurbani mentioned in quran, goat qurbani, qurbani for child,
qurbani meat,
কোরবানি সম্পর্কে হাদিস, কোরবানি সম্পর্কে কোরআনের আয়াত, কোরবানির নিয়ম,
কোরবানি অর্থ কি, কোরবানির ইতিহাস, কোরবানি ২০২১, কোরবানির মাংস বন্টন
হাদিস, কোরবানির গরু, qurbani 2022
good post
উত্তরমুছুনThanks
মুছুনallah kobul koruk
উত্তরমুছুন