গোপালভোগ
গোপালভোগের গায়ে একধরনের হলুদ হলুদ ছোপ বা দাগ
দাগ আছে। এটির নিচের দিকে একটু চিকন বা সরু। পাকার পর এটি হলুদ হয়ে থাকে। সাধারনত এটি
মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বাজারে পাওয়া যায়।
গোপালভোগ আম |
রাণি পছন্দ
রাণী পছন্দ আম দেখতে অনেকটাই
গোপালভোগ আমের মতো। এটির গায়েও হাল্কা হলুদ দাগ আছে কিন্তু আকারে তুলনামুলক ছোট। তাইগোপালভোগ আমের
সঙ্গে রানী পছন্দ মেশানো হলে আলাদা করা কঠিন।
রাণি পছন্দ আম |
খিরসাপাত আম/ হিমসাগর
সাধারনত এই আম বাজারে আসে
মে মাসের শেষে বা জুনের প্রথম সপ্তাহের দিকে। অসাধারন মিষ্টি এই খিরসাপাত আমকেই অনেকে
হিমসাগর বলে বিক্রি করেন। এই আম আকারে কিছুটা বড় হয় এবং হালকা দাগ আছে।
খিরসাপাত আম/ হিমসাগর আম |
আশ্বিনা ও ফজলী
আশ্বিনা আর ফজলী আম দুটাই
দেখতে অনেকটা একই রকম। তবে আশ্বিনা একটু বেশি সবুজ আর ফজলী আম কিছুটা হলুদাভ হয়। আবার
আশ্বিনার পেট সামান্য মোটা হয় কিন্তু ফজলী দেখতে একটু লম্বা ধরনের হয়।
আশ্বিনা আম |
ফজলী আম |
বারি আম-২ বা লক্ষণভোগ
বারি
আম-২ বা লক্ষণভোগ আম চেনার সবচেয়ে সহজ মাধ্যম হলো নাক আছে মাঝামাঝি স্থানে। মিষ্টির মাত্রা কম কিন্তু
পাকলে গায়ের রঙ হলুদ হয় । এটি সাধারণত জুন মাসের শুরুর দিকে বাজারে আসতে শুরু করে।
বারি আম-২ বা লক্ষণভোগ আম |
রুপালী আম বা আম্রপালি
রুপালী আম বা আম্রপালি নিচের দিকে একটু সুঁচালো ও চিকন এবং উপরের দিকে সামান্য গোল। এই আমের মিষ্টিও যেমন স্বাদেও তেমন অনন্য। তাই এটি ক্রেতার প্রথম পছন্দ হয়ে থাকে।
রুপালী আম বা আম্রপালি আম |
ল্যাংড়া আম
ল্যাংড়া আমের গঠন কিছুটা গোলাকার ও মসৃণ। কিন্তু এর নাকের অবস্থান নিচের দিকে। এর চামড়া ভীষন পাতলা।
ল্যাংড়া আম |
গোটি আম
এটি দেখতে কিছুটা লম্বা ও মসৃন। স্বাদে মোটেও কম নয়।
গোটি আম |
আমের রাজা কোন আম, ল্যাংরা আম, আমের উপকারিতা, আম গাছের ছবি, বাংলাদেশের আম, আম্রপালি আম,সেরা জাতের আম, আমের জাতসমূহ, রাজশাহীর আম, সাতক্ষীরার আম, আমের বাগান, আমের ফরমালিন, ফরমালিন্মুক্ত আম,। ভালো আম চিনার উপায়।
Sotti ti interesting
উত্তরমুছুনOsadaron
উত্তরমুছুনOnline Casino 2021 | Free Spins, No Deposit
উত্তরমুছুনIn fact, online casino sites also kadangpintar offer 인카지노 bonuses for หาเงินออนไลน์ a number of different games, such as free spins, no deposit, bonus credits, and real money games. You can use them to